তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭৬

 0  4
তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৭৬
গ্রান্ড কার্তাল হোটেলে আগুন লাগে

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হোটেলে লাগা আগুন নিহতের সংখ্যা বেড়ে ৭৬ এ পৌঁছেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে ভোর রাতে আগুন লাগে এবং সেখানে ৬৬ জন নিহত হয়েছেন। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারান দু’জন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, অগ্নিকাণ্ডের তদন্তের অংশ হিসেবে নয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া হোটেলের মালিকসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow